ইউক্রেনের বিরুদ্ধে আমাদের এক ঝাঁক অভিযোগ -
১/ কাশ্মীর ইস্যুতে ইউক্রেন ভারতের বিরুদ্ধে UNO তে ভোট দিয়েছে।
২/ ১৯৯৮ এ পারমাণবিক পরীক্ষা ইস্যুতে UNO তে ভারতের বিরুদ্ধে ভোট দিয়েছে।
৩/ UNSC তে ভারতের স্থায়ী সদস্যতার বিরুদ্ধে ভোট দিয়েছে।
৪/ ইউক্রেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে।১০০ খানা T-84 Oplot main battle tanks দিয়েছে - পাকিস্তান যার নাম রেখেছে - আল খালিদ ট্যাঙ্ক
৫/ ইউক্রেন আল কায়েদা কে সমর্থন করে।
৬/ ইউক্রেন কখনোই ভারতকে সমর্থন করেনি।
৭/ যখন আমাদের দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তখন UNO তে নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিয়েছে।
৮/ ইউক্রেনের কাছে ইউরেনিয়ামের ভান্ডার আছে তবুও বারবার চাওয়া সত্বেও ভারতকে কখনোই দেয়নি।
সব সময় সব কিছু ক্ষমা করে দিলেই হয়না। সর্ব সময় ভারত বিরোধিতা !! আর বিপদে পরলে ভারত তুমি বাঁচাও বাঁচাও !!!!!
(Collected from WhatsApp)